কলকাতা ডার্বির রং ফের লাল-হলুদ, সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

কলকাতা ডার্বির রং ফের লাল-হলুদ। কলিঙ্গ সুপার কাপে ভার্চুয়াল নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে মোহনবাগান। একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল ইস্টবেঙ্গলের বক্সে। লাল-হলুদ ফুটবলারেরা তখন রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিলেন। সুযোগ সদ্ব্যবহার করে গোল করে দেয় মোহনবাগান। গোল খেয়েই বদলে যায় ইস্টবেঙ্গল। পাল্টা আক্রমণ করতে থাকে তারা। গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নেয় তারা। গোল পেয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গলের খেলা। মোহনবাগানের মাঝমাঠ ক্রমশ ছন্নছাড়া হয়ে যায়।

আগস্টে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের পর সেই প্রতিযোগিতারই ফাইনালে মোহনবাগানের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। আবার ডার্বিতে জিতল তারা। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছেন ক্লেইটন সিলভা এবং একটা নন্দকুমার শেখর।

মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন হেক্টর ইউতসে। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখল লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, ক্লিফোর্ড মিরান্ডার দলকে বিদায় নিতে হল।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?