বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে কবে কোন ম্যাচ?

বিশ্বকাপের সেমিফাইনালের চারটি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবেন রোহিত শর্মারা। আগামী ১৫ নভেম্বর (বুধবার) ওই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানাধিকারী সাউথ আফ্রিকা ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) ইডেন গার্ডেন্সে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল।

গত বারের বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে চলেছে এ বারও। গত বার ভারত রাউন্ড রবিনে শীর্ষস্থানে ছিল। চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। এ বারও তার ব্যতিক্রম হল না। গত বার রাউন্ড রবিনে ভারত অপ্রতিরোধ্য থেকেও সেমিফাইনালে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। এ বার ভারত রাউন্ড রবিন পর্বেই নিউজিল্যান্ডকে হারিয়েছে। মিটিয়েছে ২০ বছরের খরা।

চলতি বিশ্বকাপে বৃষ্টি তেমন প্রভাব ফেলেনি ম্যাচগুলিতে। কারণ এইসময় ভারতে বৃষ্টি সাধারণত হয় না। কিন্তু প্রাকৃতিক দূর্যোগ যদি আগামী তিনটি ম্যাচে সমস্যা তৈরি করে, তাতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটি জানিয়ে দিয়েছে আইসিসি। সেমিফাইনাল ম্যাচ দুটিতে বৃষ্টি হলে একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৫-র ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ১৬ তারিখ হবে। আবার ১৬ নভেম্বরের ম্যাচ বাতিল হলে সেটি হবে ১৭ তারিখ। ১৯ নভেম্বর ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

Related posts

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের