অলিম্পিকে ইতিহাস! অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরজ চোপড়া

ডেস্ক : ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ট্র্যাক এন্ড ফিল্ডের কোনো ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি।

জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ। শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। আর কোনো প্রতিদ্বন্দ্বী নীরজের উপরে ছুঁতে পারেন নি।

তাঁর সুবাদে অ্যাথেলিটিক্সে ভারতের সোনার স্বপ্ন পূরণ হল। এর আগে কেউ এই বিভাগে সোনা জেতেনি।

ব্যক্তিগত ভাবেও এটি ভারতের দ্বিতীয় সোনা জয়। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটাই এতদিন অলিম্পিক্সে ভারতের একমাত্র ব্যক্তিগত সোনা ছিল। জ্যাভলিন থ্রোতে সোনা জিতে নীরজ তার সঙ্গে একাসনে বসলেন।

আরও পড়ুন : ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?