শিবম-যশস্বীর দাপটে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

ইনদওরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে নিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে আলাদা করে নজর ছিল বিরাট কোহলির দিকে। কেননা দীর্ঘ ১৪ মাস পরে ভারতের টি-২০ জার্সি গায়ে চাপান কোহলি। কামব্যাক ম্যাচে বিরাট ১৬ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন।

প্রথমে ব্যাট করে ভারতকে ১৭৩ রানের বড় লক্ষ্য দেয় আফগানিস্তান। গুলাবদিন ৫৭ রান করেন। মহম্মদ নবি, নাজিবুল্লা জারদান, করিম জানাতরা রান পেলেও কেউ বড় রান পাননি। জবাবে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ভারতের। যশস্বী জয়সওয়াল ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেরিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করলেন (৩৪ বলে ৬৮)। ৩২ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস শিবম দুবের।

মোহালিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়। সেই সুবাদে তিন ম্যাচের সিরিজে ২-০ লিড নিল ভারত।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?