লেবাননকে হারিয়ে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট ভারতের

ঘরের মাঠে লেবাননকে ২-০ গোলে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিতল ভারত। ২০১৮ সালের পর ফের ট্রফি ভারতের।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের জয়ের নায়ক এক অভিজ্ঞ এবং এক তরুণ। দ্বিতীয়ার্ধে অধিনায়ক সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা চাংতের গোলেই ইগর স্টিমাচের শিষ্যরা ফাইনালে বাজিমাত করলেন।

প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ভারত। কিন্তু খেলা গড়ানোর পরেই নিজেদের ছন্দ কোথাও যেন হারিয়ে ফেলে দল। পরিকল্পনার অভাব পরিষ্কার ফুটে উঠেছিল। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল সুনীলের। আন্তর্জাতিক ফুটবলে ৮৭ নম্বর গোল হল ভারত অধিনায়কের। ম্যাচের ৪৬ মিনিটে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ৬৮ মিনিটে লেবাননকে আরও পিছনে ফেলে দেন চাংতে। ম্যাচের সেরাও তিনি।

এর পর ভারত সেপ্টেম্বরে থাইল্যান্ডে গিয়ে কিংস কাপ খেলবে। নকআউট ভিত্তিতে ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। দেখার আন্তঃমহাদেশীয় কাপ জেতাটা ভারতকে কতটা অক্সিজেন দিতে পারে।

Related posts

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর