Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইতিহাস গড়ে এ বারের এশিয়ান গেমস সফর শেষ করল ভারত - NewsOnly24

ইতিহাস গড়ে এ বারের এশিয়ান গেমস সফর শেষ করল ভারত

এ বারের এশিয়ান গেমসে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৭৪ বছরের ইতিহাসে ভারত কোনো গেমসে এত পদক জেতেনি। এর আগে সব চেয়ে বেশি পদক জিতেছিল ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসে। সে বার জিতেছিল ৭০টা পদক – ১৬টা সোনা, ২৩টা রুপো এবং ৩১টা ব্রোঞ্জ। এ বার চিনের হ্যাংঝাউয়ে অনুষ্ঠিত গেমসে ভারতের ঘরে এল ২৮টা সোনা, ৩৮টা রুপো এবং ৪১টা ব্রোঞ্জ।

পদকের সংখ্যায় তিন অঙ্কে ঢুকতে পেরেছে চারটি দেশ। শীর্ষস্থানে রয়েছে চিন ১৯৯ সোনা, ১০৮ রুপো এবং ৭১ ব্রোঞ্জ নিয়ে। অনেক দূরে দ্বিতীয় স্থানে জাপান। তাদের ঝুলিতে ৫০ সোনা, ৬৫ রুপো এবং ৬৯ ব্রোঞ্জ। ৪০ সোনা, ৫৯ রুপো এবং ৮৯ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। এর পর ভারত। আর কোনো দেশ পদকের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারেনি।

শুক্রবার ভারত ৯৫টি পদক ঝুলিতে ভরে দিনের খেলা শেষ করেছিল। এর মধ্যে  সোনা ছিল ২২টি। শনিবার ভারত আরও ১২টি পদক পায়। তার মধ্যে ৬টিই সোনা। বাকি ৬টি পদকের মধ্যে ৪টে রুপো এবং ২টি ব্রোঞ্জ। শনিবার, মোট ১০৭ পদক (২৮টি সোনা, ৩৮ রুপো এবং ৪১টি ব্রোঞ্জ) জিতে ভারতের এবারের এশিয়ান গেমস অভিযান শেষ হল।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি