দ্বিতীয় টেস্টে অধিনায়ক শুভমান গিলের দুরন্ত ২৬৯ রানের ইনিংসে ভর করে ৫৮৭ রানে থামল ভারত। আর তাতেই সিরিজে প্রথম জয়ের খোঁজে ঝাঁপিয়ে পড়েছে গিলের ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনশেষে ৩ উইকেটে ৭৫ রানেই থমকে।
প্রথম দিনে ১১৪ রানে অপরাজিত থাকা গিল দ্বিতীয় দিনও আগ্রাসী খেললেন, তবে সেটা মেপে, ধৈর্যের সঙ্গে। ৩১১ বলে এল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান। একে একে পেরিয়ে গেলেন গাভাসকর, শচীন, কোহলির সর্বোচ্চ টেস্ট স্কোর। এজবাস্টনে ভারতীয় হিসেবে সর্বোচ্চ স্কোর গড়লেন তিনিই।
সঙ্গ দিলেন জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দর (৪২)। জাদেজার ব্যাটিংয়ে রীতিমতো জবাব দেওয়া গেল সমালোচকদের। আর গিল বুঝিয়ে দিলেন, অধিনায়কের টুপির ভারও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বইতে জানেন।
ইংল্যান্ডের ব্যাটিংয়ে শুরু থেকেই ধস নামে। বাংলার আকাশদীপ টানা দুটি উইকেট তুলে নেন। ডাকেট ও পোপ—দু’জনকেই শূন্য রানে ফেরান তিনি। সিরাজ আউট করেন জ্যাক ক্রলিকে (১৯)। তবে দিনের শেষে কিছুটা স্বস্তি এনে দেন রুট (১৮*) ও ব্রুক (৩০*)।
ভারতীয় বোলাররা শুরুতেই চাপে ফেললেও, শেষ ওভারে ব্রুকের উইকেট না পাওয়ায় ইংল্যান্ড এখনও খেলার মধ্যে আছে। তৃতীয় দিনের শুরুতেই আবার ঝটকা দিতে হবে ভারতকে। তাই গিলের মহাকাব্যিক ইনিংসকে জয়ের সঙ্গ দিতে এবার নজর বোলারদের দিকেই।