প্রথম পাতা খেলা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত, সিরিজ ৪-১

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত, সিরিজ ৪-১

34 views
A+A-
Reset

মুম্বই: ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তবুও শেষ ম্যাচে স্কোরলাইন কী হয়, সেদিকে ছিল সবার নজর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারত ইংল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল।

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ভারতকে ব্যাটিংয়ে পাঠান। অভিষেক শর্মার বিধ্বংসী ১৩৫ রানের ইনিংস, শিবম দুবে ও সঞ্জু স্যামসনের ছোট কিন্তু কার্যকরী অবদানে ভারত ২৪৮ রানের বিশাল স্কোর গড়ে। তবে প্রত্যাশার থেকেও বেশি একপেশে হয়ে যায় ম্যাচ, কারণ ব্যাটিং, পেস কিংবা স্পিন—সবেতেই অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড।

বোলিং দাপটে ইংল্যান্ড বিধ্বস্ত

ইংল্যান্ড তাদের চিরাচরিত আক্রমণাত্মক ব্যাটিং নীতি বজায় রাখলেও শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু এনে দেন মহম্মদ সামি। একদিকে ফিল সল্ট কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্যদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

নতুন বলে সামি ও হার্দিক পান্ডিয়া আক্রমণ শুরুর পর স্পিন বিভাগে বরুণ চক্রবর্তীকে আনা হয়। এই সিরিজে ভারতের অন্যতম সেরা বোলার বরুণ এদিনও ২ উইকেট নেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর অভিষেক শর্মা বল হাতেও কার্যকর প্রমাণিত হন, মাত্র ১ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শিবম দুবেও ২টি উইকেট নেন।

শেষদিকে ইংল্যান্ডের দুই উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন মহম্মদ সামি, যিনি ৩টি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন। ইংল্যান্ড মাত্র ৯৭ রানেই অলআউট হয়ে যায়, যা রানের বিচারে ভারতের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

এই জয়ের ফলে ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতল। এবার দুই দলের নজর ওয়ানডে সিরিজের দিকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.