ভারতীয় মহিলা দল ৩৪৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে টেস্ট জিতে নিল শনিবার। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডকে জিততে দ্বিতীয় ইনিংসে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ইংল্যান্ড ১০৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১৩১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত।
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচে তৃতীয় দিনেই খেলার ফলাফল হয়ে গেল। এদিনও দেখা যায় ভারতীয় স্পিনারদের দাপট। শুরু থেকেই উইকেটে টার্ন ছিল, যার সুবিধা নেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রাকাররা। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৩টি উইকেট পূজা বস্ত্রাকার, ৪টি উইকেট দীপ্তি শর্মা এবং ১টি উইকেট রেণুকা ঠাকুর নিয়েছিলেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২টি উইকেট শিকার করেছিলেন।
এর আগে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ১৯৯৮ সালে, শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল, যা মহিলাদের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় ছিল। তবে এ দিন ইংল্যান্ডকে দুরমুশ করে ভারত সেই রেকর্ড নিজের নামে করে নিল।