দ্বিতীয় টেস্টে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজেও হারল বাংলাদেশ

বাংলাদেশ: ২২৭ (মমিনুল ৮৪, মুশফিকুর ২৬, উমেশ ৪-২৫, অশ্বিন ৪-৭১)/ ২৩১ (লিটন ৭৩, জাকির ৫১, অক্ষর ৩-৬৮)

ভারত: ৩১৪ (পন্থ ৯৩, আইয়ার ৮৭, শাকিব ৪-৭৯)/ ১৪৫-৭ (অশ্বিন ৪২, অক্ষর ৩৪, মেহেদি ৫-৬৩)

চট্টগ্রাম টেস্টের পরে মীরপুর টেস্টেও বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। ফলে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার কাছে হোয়াইটওয়াশ হলেন শাকিব আল হাসানরা।

শনিবার ভারতের রান ছিল ৪ উইকেটে ৪৫। তৃতীয় দিনের শেষে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০০ রান। হাতে ছিল ৬ উইকেট। তবে চতুর্থ দিনে দ্রুত তিন উইকেট হারায় ভারত। এ দিন শুরু হতেই পরপর তিন উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। রবিবার সকালে আউট হয়েছেন জয়দেব উনদকাট (১৩), ঋষভ পন্থ (৯) এবং অক্ষর পটেল (৩৪)।

চাপের মুখে অনবদ্য ব্যাটিং করছেন শ্রেয়স এবং অশ্বিন। হারের আশঙ্কা কাটিয়ে ভারতকে জয়ের আশা দেখান তাঁরা। তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠল ৭১ রান। জয়ের জন্য ১৬ রান বাকি থাকতে আগ্রাসী মেজাজে দেখা যায় অশ্বিনকে। মিরাজকে একই ওভারে একটি ছয় এবং দু’টি চার মেরে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন ভারতকে। ৩ উইকেটে মীরপুর টেস্ট জিতল ভারত। সিরিজও ভারতের। ২-০ ব্যবধানে জিতল ভারত।

উল্লেখযোগ্য ভাবে, প্রথম ইনিংসে ৭১ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ২ উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। প্রথম ইনিংসে ১২ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৪২ রানের ইনিংস খেলেন অশ্বিন।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?