আজ ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচ ধর্মশালায়

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচ।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। যদিও সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে। হায়দরাবাদে মাত্র ২৮ রানে জিতেছিল ইংল্যান্ড। এরপর জয়ের হ্যাটট্রিক ভারতের। ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল, রোহিত, শুভমনরা ফর্মে। তেমনই নজর কেড়েছেন এই সিরিজে অভিষেক হওয়া সরফরাজ খান এবং ধ্রুব জুরেল।

ধর্মশালায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে দুই দলকে। মেঘলা আকাশ, শিরশিরে হাওয়া, বৃষ্টির পূর্বাভাস। তা ছাড়া গত সপ্তাহে টানা বৃষ্টি হওয়ায় পিচ ঢেকে রাখা হয়েছিল। তবে খুব বেশি বাউন্স থাকার সম্ভাবনা নেই। অনেকেই পিচের ফাটল নিয়ে অভিযোগ জানায়।

উল্লেখযোগ্য ভাবে, ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টো একসঙ্গে শততম টেস্ট খেলতে নামছেন এ দিন। খেলা শুরু সকাল সাড়ে ৯টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা