এসএসসি মামলায় বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজের আবেদন হাইকোর্টে

কলকাতা: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। এর পরই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁর সব নির্দেশ খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হল চাকরিচ্যুতদের একাংশের তরফে।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে অভিজিৎ বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করার পর বুধবার এই আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে, বিচারপতির পদে থেকেও অভিজিৎ ‘নিরপেক্ষ বিচার করেননি। তাঁর নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য জড়িয়ে ছিল’। তা ছাড়া ‘বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই সেই নির্দেশগুলি খারিজ করা হোক।’

প্রসঙ্গত, ইতিমধ্যেই অভিজিতের বিচারাধীন এসএসসি-র সব মামলা খারিজ করার দাবি তুলেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, এই দাবি নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আর্জিও জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ