ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বোলিংয়ে দাপটে ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিনের। টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুটা ভালোই হয়েছিল নিউজিল্যান্ডের। ১৯৭ রানে ৩ উইকেট হাতে থাকায় কিউয়িরা শক্ত অবস্থানে ছিল। তবে ওয়াশিংটনের অসাধারণ বোলিংয়ের জেরে কিউয়িদের ব্যাটিং ধস নামে। মাত্র ৬২ রানে শেষ ৭টি উইকেট পড়ে, যেখানে ওয়াশিংটন একাই তুলে নেন ৭টি এবং অশ্বিন ৩টি উইকেট।
নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫৯ রানে। এই ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে বিশেষ করে ওয়াশিংটনের বোলিং ছিল অত্যন্ত কার্যকরী, যা কিউয়ি ব্যাটিং লাইনআপকে এক মুহূর্তে ভেঙে দেয়। অশ্বিনও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন।
এদিনের খেলার শেষ দিকে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু দিনের শেষে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল অপরাজিত থেকে ক্রিজে আছেন। ভারত ১ উইকেট হারিয়ে ১৬ রানে দিন শেষ করে। দ্বিতীয় দিনের খেলায় তারা বড় রান তোলার লক্ষ্যে ব্যাটিং করবে।
এই টেস্ট জিততেই হবে ভারতকে, না হলে সিরিজে জয়ের আশা শেষ হয়ে যাবে।