Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে পাক-বধ ভারতের - NewsOnly24

১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে পাক-বধ ভারতের

ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৯১ রানে থমকে গেল পাকিস্তানের ইনিংস। আর তার পর ফলাফল যা হওয়ার তাই হল। ১৭৭ বল হাতে থাকতেই ৭ উইকেটে জিতে গেল টিম ইন্ডিয়া।

শনিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। এর আগে দু’দলই দু’‌টি করে ম্যাচ খেলেছে। দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে। তবে এ দিন রোহিত শর্মা এবং বাবর আজমেরা ছিলেন অন্য মেজাজে। এই ম্যাচের দিকে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের।

আজ টস জেতেন রোহিত শর্মা। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম উইকেট পতন ৪১ রানে (এ শফিক)। পরেরটা ৭৩ রানে (ইমাম-উল-হক)। সেখান থেকে ১৫৫ রানের মাথায় হাফসেঞ্চুরি করে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। উল্লেখযোগ্য ভাবে, ১৫৫-২ থেকে ১৯১ রানেই অলআউট পাকিস্তান। বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ, জাদেজা প্রত্যেকে নিলেন ২টি করে উইকেট।

দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আশা ছিল, আজ সেঞ্চুরি করবেন তিনি। কিন্তু হল না। ৮৬ রানের মাথাায় ফিরতে হল তাঁকে। অন্য দিকে, ব্যাটিংয়ে কামাল করলেন শ্রেয়স আইয়ার। চার মেরে জেতালেন ভারতকে, নিজের খাতায় ৫৩ রান (নটআউট)।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি