আইপিএল ২০২৪: ইডেনে আজ অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের

কলকাতা: আইপিএল ২০২৪-এ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে খেলতে নামছেন শ্রেয়স আয়াররা।

কোথায় দেখা যাবে?

কলকাতা-হায়দরাবাদ ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এই ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়াও মোবাইলে জিও সিনেমা অ্যাপে খেলা দেখা যাবে।

বেল বাজাবেন গম্ভীর

ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের প্রথম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ, বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজানোর ডাক পেয়েছেন গৌতম গম্ভীর।

বেড়েছে প্রত্যাশা

গত ১০ বছর আইপিএল ট্রফি ঢোকেনি কলকাতায়। এ বার মেন্টর হিসাবে গম্ভীরের আগমনে ট্রফির প্রত্যাশা বেড়েছে শাহরুখের দলকে ঘিরে।

নজরে ২ অজি

এই ম্যাচে নজর থাকবে দুই অজি নক্ষত্রের দিকে। একদিকে কেকেআরের মিচেল স্টার্ক অন্যদিকে, সানরাইজার্সের প্যাট কামিন্স।শনিবারের ম্যাচ দুই ক্রিকেটারের দ্বৈরথও। দুজনই অস্ট্রেলিয়ার। আর দুজনই রেকর্ড দাম পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স। যিনি পেয়েছেন ২০ কোটি ৫০ লক্ষ টাকা। কেকেআরের স্টার্ক। যিনি পেয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা।

শাহরুখ আসবেন কি?

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে ইডেনে আসতে পারেন শাহরুখ খান। ফলে অনেকের কাছেই এই ম্যাচে বাড়তি প্রাপ্তি হতে পারে শাহরুখ-দর্শন।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা