বিশ্বকাপ জয়ের পর দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি

এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে কাতারে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে জয়ের পর আর্জেন্তিনার হয়ে নিজের খেলা চালিয়ে যাবে লিওনেল মেসি।

জীবনের সবচেয়ে বড়ো স্বপ্ন বিশ্বকাপ জয়। সেই স্বপ্ন পূরণের পর ৩৫ বছর বয়সি মেসি বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই”।

মেসি বলেন, “আমার কেরিয়ার প্রায় শেষলগ্নে, কারণ এটা আমার শেষ বছর। ফলে অবশ্যই আমি এটা দিয়েই আমার কেরিয়ার শেষ করতে চাই, এর বেশি আর কী চাইবার আছে। যে কোনও ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে। যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্যে আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল”।

একই সঙ্গে তিনি বলেন, “এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের খেলাও আমাদের কাছে গর্বের ব্যাপার। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলে তার পর অবসর নেব”।

Related posts

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর