হাওড়া: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে একটি রাস্তার নামকরণ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে দিঘা যাওয়ার আগে তিনি এই নির্দেশ দেন।
শৈলেন মান্না বাংলা ফুটবলের ইতিহাসে এক অমর নাম। জাতীয় ফুটবল দলেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এক দশকেরও বেশি সময় আগে তিনি প্রয়াত হন। তাঁকে শ্রদ্ধা জানাতে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদলে শৈলেন মান্নার নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী রাস্তার নতুন নামকরণের পাশাপাশি সৌন্দর্যায়নের নির্দেশ দেন। তিনি আরও জানান, রাস্তার পাশে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে একাধিক দোকান তৈরি করা হবে। কাজটি দ্রুত সম্পন্ন করার দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।
উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতার লি রোডের নাম বদলে চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নামে রাখার নির্দেশ দিয়েছিলেন। নতুন নাম হয় “সত্যজিৎ রায় সরণি।” এই উদ্যোগ বাংলার মনীষীদের সম্মান জানানোর এক অনন্য পদক্ষেপ।