বেঙ্গালুরুর বৃষ্টিতে জল ঢেলে গেল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল প্লে-অফের সব আশা। শনিবার RCB বনাম KKR গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির জন্য একেবারে বাতিল হয়ে যায়। টস পর্যন্ত করা যায়নি। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেলেও কেকেআরের প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।
সকাল থেকেই বেঙ্গালুরুর আকাশ মেঘলা ছিল। বিকেলে বৃষ্টি শুরু হয়ে যায়। রাত ৯টা নাগাদ বৃষ্টি থামলেও ফের কিছুক্ষণের মধ্যে নামল বৃষ্টি। শেষমেশ রাত ১০টা ২০ মিনিটে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
১৩ ম্যাচে কলকাতার পয়েন্ট দাঁড়াল ১২। অন্যদিকে বেঙ্গালুরুর ১২ ম্যাচে ১৭ পয়েন্ট।
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এ দিনইপ্রথম মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। তাঁকে দেখতে এসে হতাশ হয়ে ফিরলেন দর্শকরা। মাঠে দেখা গেল অনেকেই সাদা ১৮ নম্বর জার্সি পরে এসেছেন তাঁকে শ্রদ্ধা জানাতে।
এই ম্যাচে জিততে পারলে শেষ চারে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারত কেকেআর। কিন্তু বৃষ্টিতে সেই সম্ভাবনাও শেষ। গতবারের চ্যাম্পিয়নদের এবার লিগ পর্বেই অভিযান শেষ।