বাংলাদেশি পণ্যের উপর বন্দর নিষেধাজ্ঞা জারি করল ভারত। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) শনিবার একটি নির্দেশিকায় জানায়, তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য-সহ নির্দিষ্ট কিছু সামগ্রী শুধুমাত্র কলকাতা ও নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। ভূমি বন্দর দিয়ে এইসব পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এই নির্দেশিকা অনুযায়ী, ফল, ফল-স্বাদযুক্ত পানীয়, বেকারি পণ্য, তুলো, প্লাস্টিক ও কাঠের আসবাব-সহ একাধিক সামগ্রী ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির কোনও ভূমি শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি থেকেও নয়।
তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কিছু পণ্যের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার পাল্টা হিসেবেই এই পদক্ষেপ।
৯ এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে দেয়। চিনে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।