কলকাতা: গুরুতর অসুস্থ রঞ্জি ট্রফিতে কর্নাটকের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সুরাটের বিমানে উঠেছিলেন মায়াঙ্ক। এরপরই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে আগরতলার একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁকে আইসিইউতে রাখতে হয়েছে।
ঘটনায় প্রকাশ, বিমানে ওঠার পর মায়াঙ্ক জানান যে তাঁর গলা ও বুকে জ্বালা করছে। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন ভারতীয় দলের ক্রিকেটার। সেই রঞ্জি খেলতে তিনি আগরতলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি অসুস্থ হন।
জানা গিয়েছে, মায়াঙ্কের পাশাপাশি টিম ম্যানেজার রমেশকেও হাসপাতাল ভর্তি করাতে হয়। হাসপাতাল সূত্রে খবর, মায়াঙ্ক এখন বিপদ মুক্ত।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, বিমানে উঠে বোতল থেকে কিছু খান তিনি। তারপর তাঁর গলা বুক জ্বালা করতে থাকে। মনে করা হচ্ছে তাঁর পানীয়তে কিছু ছিল। তাঁর সঙ্গে বিমান থেকে নেমে যান দলের ম্যানেজারও।