জয়ের পর গ্রেগ স্টুয়ার্ট, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগুয়েজ এবং দিমিত্রি পেত্রাতোস। ছবি: সঞ্জয় হাজরা।
প্রথম লেগে পরাজয়ের বদলা নিল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে আইএসএল শিল্ড জয় করল তারা। এই জয়ের মাধ্যমে মোহনবাগান টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ঘরে তুলল এবং আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্ব শেষ করার রেকর্ড গড়ল।
২৪ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষে থাকল মোহনবাগান, আর সমসংখ্যক ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে গেল এফসি গোয়া।
এই জয়ের সঙ্গে আরও কিছু নজির গড়ল মোহনবাগান। ৬২৬ মিনিট ধরে গোল না খাওয়ার নতুন রেকর্ড, টানা ছ’টি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব এবং এক মরশুমে ১১টি হোম ম্যাচে জয়— সবই আইএসএলে নতুন অধ্যায় রচনা করল সবুজ-মেরুন শিবির।
শনিবারের ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে মনবীর সিংয়ের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। ফলে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রথম গোলের জন্য। সেই সময় এফসি গোয়ার বরিস সিং আত্মঘাতী গোল করেন, যা মোহনবাগানকে এগিয়ে দেয় ১-০ ব্যবধানে। অতিরিক্ত সময়ে জেসন কামিংসের পাস থেকে গ্রেগ স্টুয়ার্ট গোল করে জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই যুবভারতীর গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে। আইএসএলের ইতিহাসে নিজেদের নাম আরও উজ্জ্বল করল মোহনবাগান সুপার জায়ান্ট।