যুবভারতীতে ইতিহাস! এই প্রথম বার আইএসএল লিগ-শিল্ড মোহনবাগানের

কলকাতা: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলে ইতিহাস তৈরি করল মোহনবাগান। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম লিগ-শিল্ড জিতল সবুজ-মেরুন। সোমবার লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে মোহনবাগান হারিয়ে দিল ২-১ গোলে।

২৭ মিনিটের মাথায় বক্সের একটু বাইরে বল পেয়ে পেত্রাতোস পাস দেন লিস্টনকে। শট মারেন লিস্টন। নিখুঁত কোণ দিয়ে বল জড়িয়ে গেল জালে। ৮০ মিনিটে জেসন কামিন্সের গোল। বল পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে সুইচ করে দেন দিমিত্রি পেত্রাতোস। তারপর মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন কামিন্স। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৮৯ মিনিটে গোল শোধ করে মুম্বই। ছাংতে গোল করেন।

শিল্ড জিতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়রা। এই প্রথমবার আইএসএলের শিল্ড জিতল মোহনবাগান। প্রায় কাণায়-কাণায় পূর্ণ মাঠে জয় উদ্‌যাপন মোহনবাগানের সমর্থকদের।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?