রুপো জিতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে নিজের পদক নিশ্চিত করেন তিনি। এর ফলে, প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রুপো জিতলেন পানিপথের তরুণ। এর আগে, ২০০৩ সালে শেষ বার ব্রোঞ্জ পদক জিতেছিলেন লং জাম্পার অঞ্জু ববি জর্জ।

উল্লেখ্য, এটাই ছিল তাঁর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেওয়া। শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি নীরজের। নিজের প্রথম থ্রোটি ফাউল করেন তিনি। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্স ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এর পর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের দ্বিতীয় স্থান নিশ্চিত করেন নীরজ। তবে তাঁর পঞ্চম এবং ষষ্ঠ থ্রো বাতিল হয়ে যায় দুর্ভাগ্যজনক ভাবে।

গ্রুপ এ কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে ছিলেন নীরজ। নিজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রোতে ৮৮.৩৯ মিটারে দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে পিটার্সের পরে দ্বিতীয় স্থানে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। পিটার্স ৮৯.৯১ মিটার ছুড়ে গ্রুপ বি-তে শীর্ষে ছিলেন।
লড়াইয়ে থাকা অন্য ভারতীয়, রোহিত যাদব ৭৮.৭২ মিটারের সেরা থ্রো করে দশমম স্থানে রয়েছেন। রোহিত ৮০.৪২ মিটারের সেরা থ্রো করে কোয়ালিফিকেশন রাউন্ডে সামগ্রিক ভাবে একাদশতম স্থানে ছিলেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন