মঙ্গলবার সেইলিংয়ে রুপো জয় নেহার, এশিয়াডে এখনও পর্যন্ত ১২টি পদক ভারতের

মঙ্গলবার এশিয়াডের তৃতীয় দিন। একাধিক ইভেন্টে ভারতের অ্যাথলিটরা পারফর্ম করছেন। এ দিন এখনও অবধি সেইলিং থেকে রুপো পেয়েছেন ভারতের মহিলা সেইলর নেহা ঠাকুর।

ন্যাশনাল সেলিং স্কুল ভোপাল থেকে উঠে আসা, নেহা একজন উদীয়মান সেইলর। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। নেহার মোট স্কোর ছিল ৩২। কিন্তু নেট স্কোর হয় ২৭। নেট স্কোরের ভিত্তিতে থাইল্যান্ডের নপ্পাসোর্ন খুনবুনযান এগিয়ে থাকায় তিনি সোনা পান। নেহা পান রুপো। অন্য দিকে, নেহার থেকে মাত্র এক পয়েন্ট কম নেট স্কোর নিয়ে সিঙ্গাপুরের কিয়েরা মারি কার্লাইলকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এই এশিয়ান গেমসে চতুর্থ রুপো এল ভারতে। এখনও পর্যন্ত ১২টি পদক জয়। রোয়িংয়ের পর এ বার সেইলিংয়ে রুপো জিতল ভারত।

অন্য দিকে, শুটিংয়ে লাগাতার সাফল্যের পর মঙ্গলবারও আশা ছিল পদক জেতার। ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ সিং পানওয়ার এবং রমিতা জিন্দল লড়ছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের।

এই খেলার নিয়ম অনুযায়ী যে দল আগে ১৬ পয়েন্টে পৌঁছোতে পারবে সে জিতবে। শুরুতে শুরু ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এর পরেই ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত তারাই ব্রোঞ্জ জিতে যায়।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?