বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য মাত্র ৩৬.২ ওভারেই ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড। উইকেট পড়ল মাত্র একটি।
গত বারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। এ বারের বিশ্বকাপের শুরুতে সেই ইংল্যান্ডকে হারিয়ে শুরু করল কিউইরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। এ দিন কেন উইলিয়ামসন খেলেননি। তাঁর চোট এখনও সারেনি। ইংল্যান্ড দলেও ছিলেন না বেন স্টোকস। হাল্কা চোট রয়েছে তাঁর। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ২৮২ রান।
বৃহস্পতিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৮২ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। কোনও রান না করেই আউট হন ওপেনার উইল ইয়ং। সেখান থেকে ২৭৩ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন রাচিন এবং কনওয়ে। এ দিনের ম্যাচে ১২১ ম্যাচে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। রবীন্দ্র ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের জুটি গড়েছেন।