নিলাম চলাকালীন সঞ্চালক হিউ এডমিডেস সংজ্ঞা হারান

আইপিএল নিলাম চলাকালীন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নিলামের সঞ্চালক হিউ এডমিডেস হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে য়ান। সে সেময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল।

হিউ এডমিডেস আড়াই হাজারের ওপর নিলাম করেছেন। ইনি প্রথম আইপিএলের নিলাম করেন ২০১৮ সালে জয়পুরে।

জানা গেছে, হিউ সুস্থ আছেন। তবে নিলামে সঞ্চালনা করার সম্ভাবনা আছে চারু শর্মার।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে