প্রথম পাতা খেলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন গিল

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন গিল

177 views
A+A-
Reset

এজবাস্টনে এক দুর্ধর্ষ ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের নামে লিখলেন শুভমন গিল। এতদিন এই নজির ছিল বিরাট কোহলির দখলে, যিনি ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ২৫ বছর বয়সি গিল, ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন অনবদ্য ডাবল সেঞ্চুরি।

ইংল্যান্ড সফরে পা রাখার সময় চাপ ছিল প্রবল। এই দেশে তাঁর টেস্ট গড় ছিল মাত্র ১৪.৬৬। অধিনায়কত্ব পাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, বিশেষ করে যখন চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে বাদ পড়েছিলেন। কিন্তু সেই সমস্ত সমালোচনার জবাব ব্যাটে দিয়ে দিচ্ছেন গিল। পাঁচ ম্যাচের সিরিজে হেডিংলিতে ১৪৭ রানের ইনিংসের পর এজবাস্টনে দুরন্ত ডাবল সেঞ্চুরি।

গুরুত্বপূর্ণ সময়ে রানের হাল ধরেছেন অধিনায়ক। চারপাশে উইকেট পড়তে থাকলেও গিল টিকে ছিলেন। ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে গড়েছেন মূল্যবান জুটি। তাঁর এই ইনিংস ভরসায় ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান তুলেছে ভারত।

এই ইনিংসেই একাধিক রেকর্ড গড়েছেন গিল। উপমহাদেশের বাইরে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই। সেইসঙ্গে ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও এখন তাঁর দখলে—পেছনে ফেলেছেন সুনীল গাভাস্কারকে।

এছাড়া, গিল হয়ে গেলেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক, যিনি এক ইনিংসে ২৫০-র বেশি রান করলেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.