প্রথম পাতা খেলা লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

385 views
A+A-
Reset

লন্ডনে রাজকীয় কায়দায় পালিত প্রিন্স অব ক্যালকাটার ‘৫০ বার্থডে। শুক্রবার পঞ্চাশ বছর পূর্ণ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছুটি কাটাতে আপাতত লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই আয়োজিত হয়েছিল প্রি বার্থ ডে সেলিব্রেশন। সৌরভের পঞ্চাশ বছরের জন্মদিন ঘিরে ইতিমধ্যেই শহরের বুকে হয়ে গিয়েছে একাধিক অনুষ্ঠান, মধ্যমণি মহারাজকে ঘিরে ভালবাসার জোয়াড় লক্ষ্য করা গিয়েছিল সেই প্রতিটা অনুষ্ঠানেই।

লন্ডনে আয়োজিত পার্টিতে ফের দেখা গেল বিখ্যাত সচিন-সৌরভ জুটিকে। যাঁরা দেশের হয়ে অনবদ্য সমস্ত ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। এক সময় ক্রিকেট বিশ্বের সেরা ওপেনার বলা হতো সচিন-সৌরভকে। এদিন দুজনকে দেখা গেল খোশমেজাজে। সৌরভের প্রি বার্থ ডে পার্টি চুটিয়ে উপভোগ করলেন মাস্টার ব্লাস্টারও।

ভারতীয় ক্রিকেট দলও এখন রয়েছে ইংল্যান্ডে। টেস্ট ম্যাচের পর বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে বোর্ড কর্তারাও রয়েছেন লন্ডনে। সকলেই সৌরভের প্রি বার্থ ডে সেলিব্রেশেনের পার্টিতে হাজির হয়ে গিয়েছিলেন।

সৌরভের প্রি বার্থ ডে পার্টিতে কেক কাটাও হল। আর সৌরভ সবার আগে সেই কেক খাইয়ে দিলেন কন্যা সানাকে। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সৌরভের লন্ডনের বন্ধুবান্ধব ও তাঁদের পরিবার। সঙ্গে ছিলেন কিছু আত্মীয়স্বজনও।

আরও পড়তে পারেন :

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, বিশ্রামে বিরাট-রোহিত, অধিনায়ক ধাওয়ান

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান-ধস হিমাচলপ্রদেশে, সিমলায় ধসে মৃত্যু, নিঁখোজ অনেকে

বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.