Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভূমিপুত্রের গোলেই সুইৎজারল্যান্ডের কাছে হারল ক্যামেরুন! - NewsOnly24

ভূমিপুত্রের গোলেই সুইৎজারল্যান্ডের কাছে হারল ক্যামেরুন!

শুধু বিশ্বকাপের আসর নয়, আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনোই সুইৎজারল্যান্ডের মুখোমুখি হয়নি ক্যামেরুন। ফলে হার-জিতের পরিসংখ্যান নেই। বৃহস্পতিবার এই প্রথম বার মুখোমুখি হয়ে ক্যামেরুনে জন্ম হওয়া খেলোয়াড় ব্রিল এমবোলোর গোলেই সুইৎজারল্যান্ড ১-০ গোলে জিতল।

ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রিল এমবোলো। ম্যাচের ৪৮তম মিনিটে শাকিরির দুর্দান্ত পাসে গোল করে দলকে নির্ধারক লিড এনে দেন তিনি। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২-এ জয়ের সূচনা করল সুইৎজারল্যান্ড। এই ম্যাচের শুরু থেকেই সুইৎজারল্যান্ড দলকে ফেভারিট ভাবা হলেও প্রথমার্ধে দুর্দান্ত খেলা দেখায় ক্যামেরুন। শুরুটা ভালোই করেছিল সুইজারল্যান্ডের তুলনায়। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সুইৎজারল্যান্ড।

এই ম্যাচে ক্যামেরুন যে বিপক্ষের থেকে খুব একটা দুর্বলতা দেখায়নি, তা স্পষ্ট বল পজিশনেই। ম্যাচে সুইৎজারল্যান্ডের পায়ে ছিল ৫১ শতাংশ বল পজিশন এবং ক্যামেরুনের পায়ে ছিল ৪৯ শতাংশ বল পজিশন। তবে দ্বিতীয়ার্ধের মিনিট তিনেক পরেই অচলাবস্থা ভাঙলেন সুইৎজারল্যান্ডের এমবোলো। ডান দিক থেকে শাকিরি অনেকটা এগিয়ে এসে পাস বাড়ান এমবোলোকে। ক্যামেরুনের ৬ গজি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন এমবোলো। সুইসরা এগিয়ে গেল ১-০ গোলে। সেই গোলেই জিতল তারা।

বলে রাখা ভালো, ক্যামেরুনের ভূমিপুত্র এমবোলো। মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনেরের রাজধানী ইয়াউন্দেতে তাঁর জন্ম। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা থেকেই গোল সেলিব্রেট করলেন না ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বছর সাতাশের মোনাকোর ফরোয়ার্ড।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি