টি২০ বিশ্বকাপ ২০২২: দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ, হর্ষল পটেল, বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা

নয়াদিল্লি: ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আসর। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টুর্নামেন্টের জন্য স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে থাকছেন চার ক্রিকেটার।

১৬টি দেশের এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ এবং সিডনিতে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সুপার ১২ পর্বে ভারতের অভিযান শুরু। ওই ম্যাচে রোহিতরা মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।

ভারতীয় দলে থাকছেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহল, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল এবং আর্শদীপ সিংহ।

হাঁটুর অস্ত্রোপচারের কারণে রবীন্দ্র জাদেজা বাইরে থাকায় অক্ষর পটেলের মতো একজনকে কাজে লাগাতে চায় বোর্ড। যাঁর উপর স্পিন বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডারের ভূমিকা পালনেরও দায়িত্ব থাকবে।

আরও পড়ুন: ‘আমার চেয়ে বেশি দক্ষ’, কোহলির প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?