প্রথম পাতা খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারত- ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারত- ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট

279 views
A+A-
Reset

ডেস্ক:  অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারত- ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট৷ ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর বিবৃতি দিয়ে এমনই জানালো বিসিসিআই-এর তরফে৷ যদিও পতৌদি ট্রফির শেষ টেস্ট একেবারে পরিত্যক্ত হল, এমনটা বলা যাবে না। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, পরিস্থিতির নিরিখে আপাতত বাতিল করা হলেও পরবর্তী সময়ে নতুন করে আয়োজনের চেষ্টা করা হবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।

আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলির বকেয়া ফি জমা করার জন্য সময় বেঁধে দিল হাইকোর্ট


শুক্রবার থেকে ম্যানচেস্টারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়৷ প্রথম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইট করে এ কথা জানানো হয়৷ ভারতীয় শিবিরে করোনা হানার পরই দুই বোর্ড আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়৷ আগামী বছরের মাঝামাঝি সময়ে ফের ভারতের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা৷ তখনই স্থগিত হয়ে যাওয়া টেস্ট ম্যাচ খেলা হতে পারে৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.