118
ডেস্ক : আইপিএলের বাকি ৩১টি ম্যাচ কোথায় হবে, ইংল্যান্ডে না আমিরশাহিতে— এই নিয়ে জল্পনা চলছিল। আইপিএলের আয়োজন করতে চেয়ে আগ্রহ জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। শনিবার সেই জল্পনার অবসান ঘটাল বিসিসিআই।
এ দিন বোর্ডের সভাপতি রাজীব শুক্লা সাংবাদিকদের জানিয়ে দিলেন আইপিএলের বাকি ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচ?
জানা গিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
বোর্ড জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতে আইপিএল না করার কারণ হল বৃষ্টি। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতে বৃষ্টি হয় । তাই ওই সময় ম্যাচ করলে পুরো বিষয়টাই ভেস্তে যাবে।