বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের মুখোমুখি ভারত, টিভিতে কখন, কী ভাবে দেখবেন

কলকাতা: আজ, বৃহস্পতিবার রাতে মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচ টিভির পর্দাতেও দেখতে পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

সৌদি আরবের আভায় আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে ভারতীয় দল। প্রথম বার তৃতীয় রাউন্ডে ওঠার হাতছানি রয়েছে সুনীল ছেত্রীদের সামনে। দুর্বল আফগানিস্তানকে সামনে পাচ্ছে ভারত। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু ম্যাচ।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল আফগানিস্তান বনাম ভারত ম্যাচ লাইভস্ট্রিম হবে শুধুমাত্র ফ্যানকোড অ্যাপে। ফলে টিভিতে ম্যাচ দেখার সুযোগ ছিল না ভারতীয় দর্শকদের। বুধবার ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই ম্যাচ দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেল এবং ফ্যানকোড অ্যাপে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে