প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মা

ডেস্ক: ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন যশপাল শর্মা। বেশ কিছুদিন কাজ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটসম্যানের। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। 


১৯৫৪ সালের ১১ অগাস্ট পাঞ্জাবের লুধিয়ানায় জন্মানো ভারতের এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ৭০-এর শেষ এবং ৮০-এর দশকে জাতীয় ক্রিকেট দলের হয়ে চুটিয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ান ডে খেলেছেন যশপাল। দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৬০৬ ও ৮৮৩ রান এসেছে। আন্তর্জাতিক স্তরে দুটি শতরানও রয়েছে প্রয়াত ক্রিকেটারের।

আরও পড়ুন: ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল ইতালি


ঘরোয়া ক্রিকেটে রীতিমতো প্রশংসনীয় রেকর্ড ছিল যশপাল শর্মার। রনজি ট্রফিতে তিনি পাঞ্জাব, হরিয়ানা এবং রেলওয়ের প্রতিনিধিত্ব করেছেন। ১৬০টি ম্যাচে তাঁর সংগ্রহ ৮ হাজার ৯৩৩ রান। যার মধ্যে সেঞ্চুরি ছিল ২১টি। ভারতের ৮৩ বিশ্বকাপ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অবসরের পর বিসিসিআই, পাঞ্জাব এবং হরিয়ানা ক্রিকেট বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন যশপাল। দীর্ঘদিন কাজ করেছেন ক্রিকেট সমালোচক হিসাবেও। 

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা