ইরাকের নাসিরিয়ায় হাসপাতালে আগুন, মৃত ৫৪

ডেস্ক: ইরাকের নাসিরিয়ায় হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন। মৃত্যু কমপক্ষে ৫৪জনের। প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-হুসেন হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। আটকে পড়েন করোনা রোগীরা। অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে ৫৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। হাসপাতালে আগুন লাগার পর তড়িঘড়ি আপদকালীন বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি।


হাসপাতাল সূত্রে খবর, দমকল বিভাগের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগে, সেটা জানার চেষ্টা চলছে। তবে মূলত অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান উদ্ধারকারীদের। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তল্লাশি অভিযান চলছে।


বৈঠকের পর প্রধানমন্ত্রী নাসারিয়ার স্বাস্থ্য ও সিভিল সার্ভিস ডিফেন্স ম্যানেজারকে বরখাস্ত ও গ্রেফতার করার সিদ্ধান্ত জানিয়ছেন বলে খবর। হাসপাতালের ম্যানেজারকেও গ্রেফতার করার কথা উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রীর বিবৃতিতে। 

আরও পড়ুন: তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল, গুরুত্ব বাড়ছে যুবশক্তি’র


দমকল ও জরুরি বিভাগের কর্মীরা অবশ্য উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন। আইসোলেশন ওয়ার্ডের বেশ কয়েকটি অংশে এখনও ধোঁয়া রয়েছে। ফলে সেখানে যেতে বাধা পাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। এখনও অনেকে নিখোঁজ। তাঁদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মীও আছেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে