বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস
বিহার নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর সম্পূর্ণ দায় নিলেন প্রশান্ত কিশোর। ভোটারদের আস্থা জিততে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে ২০ নভেম্বর নীরব উপবাস পালনের ঘোষণা।