জ্বালা ধরানো গরম, রেহাই মিলবে কবে?

কলকাতা: প্রখর রোদ। সঙ্গে গরম হাওয়া। নাজেহাল অবস্থা। অতিষ্ঠ সবাই।

তীব্র তাপপ্রবাহের জ্বালা বাংলা জুড়ে। দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আরও কয়েক দিন রাজ্যের বেশ কিছু জেলায় চরম তাপপ্রবাহ চলবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গকে তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। রবিবারের মধ্যে কলকাতা ও আশপাশের তাপমাত্রা ৪২ ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাস। পরিস্থিতি লু-এর মতো অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়ায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বুধবার পর্যন্ত। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন’টি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে।

তবে এরই মধ্যে রয়েছে সাময়িক স্বস্তির খবরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে তা হালকা বর্ষণ। ওই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে।

ও দিকে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। মঙ্গলবার কোচবিহারেও বৃষ্টি হবে।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?