দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী, হাতে গোনা কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

গরমে হাঁসফাঁস। ছবি: রাজীব বসু

কলকাতা: আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ বেশ কিছুটা উপরে থাকবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, এর ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন অস্বস্তিজনক গরম আপাতত থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে।  তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।  কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে।

এমনিতে, বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।

এর পর দিন, মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। ও দিকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে ওপরের পাঁচ জেলায় বজ্রপাত-সহ মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?