প্রথম পাতা খবর রাজ্য পুলিশে বড়সড় রদবদল

রাজ্য পুলিশে বড়সড় রদবদল

357 views
A+A-
Reset

কলকাতা: বড়সড় রদবদল রাজ্য পুলিশে। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একাধিক আইপিএস পদাধিকারীদের বদলির নির্দেশ। একাধিক অ্যাডিশনাল এসপি, এসডিপিও, এএসপি পদে রদবদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, এই বদলি রুটিনমাফিক। লোকসভা নির্বাচনের আগে একাধিক আমলা, রাজ্য পুলিশের রদবদল স্বাভাবিক নিয়মে হয়ে থাকে। তিন বছরের বেশি একই পদে আসীন না থাকার জন্য রদবদলের ব্যাপারে নির্দেশ দিয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশন।

তবে শুধু পুলিশের রদবদল নয়, প্রশাসনিক স্তরেও একাধিক রদবদল করা হয়েছে। নবান্ন সূত্রে খবর আইএএস ও আইপিএস স্তরে আরও বেশ কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.