প্রথম পাতা খবর বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না কিছু বাংলাদেশি পণ্য, নিষেধাজ্ঞা জারি করল ভারত

বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না কিছু বাংলাদেশি পণ্য, নিষেধাজ্ঞা জারি করল ভারত

253 views
A+A-
Reset

বাংলাদেশি পণ্যের উপর বন্দর নিষেধাজ্ঞা জারি করল ভারত। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) শনিবার একটি নির্দেশিকায় জানায়, তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য-সহ নির্দিষ্ট কিছু সামগ্রী শুধুমাত্র কলকাতা ও নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। ভূমি বন্দর দিয়ে এইসব পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী, ফল, ফল-স্বাদযুক্ত পানীয়, বেকারি পণ্য, তুলো, প্লাস্টিক ও কাঠের আসবাব-সহ একাধিক সামগ্রী ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির কোনও ভূমি শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি থেকেও নয়।

তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কিছু পণ্যের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার পাল্টা হিসেবেই এই পদক্ষেপ।

৯ এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে দেয়। চিনে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.