107
শনিবার রাতে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া। বজ্রপাতও হয়েছে একাধিক এলাকায়।
আজ, রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও চলবে এই আবহাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে ১৯ ও ২০ মে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।