“ চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ”, রবি-প্রণামে মেতে উঠেছে জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন

কেবল বাঙালি নয়, আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তাঁর লেখনিতে, গানে, কবিতায়, দর্শনে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবির ১৬১ তম জন্মজয়ন্তী। আজ দিনভর তাঁরই লেখা গান, গল্পে, কবিতায় কবি-স্মরণ। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ চলছে রাজ্যজুড়ে। জোড়াসাঁকো থেকে শুরু করে কবিগুরুর জন্মভূমি শান্তিনিকেতনে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠাকুরবাড়িতে কবির প্রতিমূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য সব্যসাচী বসু রে চৌধুরী। কবি প্রণাম সারতে এদিন ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঠাকুরের প্রতিকৃতিতে মালাদান করেন তিনি। এদিন ভোর ৫ টায় বৈতালিক, ৬ টায় রবীন্দ্রভবনে কবিকন্ঠ ও ৭ টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করা হয় শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে