জন্মদিন : শান্তনু মৈত্র

ওয়েবডেস্ক : সুরকার শান্তনু মৈত্রের ভূমিকার প্রয়োজন হয় না। তবে তাঁর চেনা ইমেজে লুকিয়ে এক অনুসন্ধিৎসু মন, যা শহরের হাতছানিকে উপেক্ষা করে উড়ে যায় দূরদূরান্তে। কখনও প্রফেশনাল ক্লাইম্বিং, কখনও হিমালয়ের রহস্য উদ্‌ঘাটনে পাড়ি।

কাজের ঠেলায় যখনই একঘেয়েমি আসে। নতুন কিছু শিখব বলেই বেরিয়ে পড়েন শান্তনু। ২০১৬ সালে ১৪ হাজার ফিট উচ্চতায় একশো দিন কাটিয়েছেন। কাশ্মীর থেকে যাত্রা শুরু হয়েছিল, শেষ অরুণাচল প্রদেশে।

মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন দুর্গমতায় ঘিরে থাকা জনজীবন সম্পর্কে কৌতূহল ছিল সুরকারের। তিনি বলেন শিল্পী মন সব সময়ে ভয়ের মধ্যে বাঁচে। আমার গান লোকে শুনছে কি না, আমি কাজ পাচ্ছি কি না… এর বেইরেও যে জীবন সেই জীবনে বিশ্বাসী সুরকার।

আরও পড়ুন : জন্মদিন : সুশান্ত সিং রাজপুত

অন্য ধরনের জীবনযাপন উদ্বুদ্ধ করলেও সুরের টানে, রুজির টানে ফিরতেই হয় চেনা শহরে। বাংলায় এই মুহূর্তে কাজ করছেন না শান্তনু। হিন্দিতে করেছেন সুমন ঘোষের ‘আধার’ আর সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’র সুর। হিন্দি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে গানপ্রধান ছবি না হলেও তিনি আশাবাদী, ‘‘বছর দেড়েকের মধ্যে পরিস্থিতি বদলাবে।’’

Related posts

প্রসঙ্গঃ স্বামী বিবেকানন্দ

নেতাজীর জন্ম দিবসে নেতাজী মূর্তির সামনে দাঁড়িয়ে ‘ শঙ্খনাদ’ মুখ্যমন্ত্রী মমতার

জন্মদিন : কিদম্বি শ্রীকান্ত