ডেস্কঃ ওয়েবের হাত ধরে ‘কামব্যাক’ করতে চলেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তাঁর
ডেবিউ সিরিজের নাম ‘ট্র্যাপ’। রেশমি মিত্রের ছবি ‘লাইম লাইট’ এর পর অর্জুনকে আর দেখা যায়নি বড়পর্দায়। এক সময়ের জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বড়পর্দা অথবা টেলিভিশনে কোথাও দেখা যায়না।আগের মত গানও এখন গান না তিনি।নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছেন বলা যায়।
‘ট্র্যাপ’ এর পরিচালক তপন সাহা। থ্রিলার সিরিজ ‘ট্র্যাপ’।তাই ‘ট্র্যাপ’-এপড়েই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অর্জুন।তিনি এই সিরিজে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করলেও চরিত্রটা তাঁর ডিটেকটিভ-এর মতই।একটা খুনকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজের চিত্রনাট্য। সেই খুনের অনেক কিছুই অর্জুন জেনে ফেলেছিলেন।এমন একটি চরিত্র তিনি আগে করেননি।৯টা এপিসোড নিয়ে তৈরি হচ্ছে ‘ট্র্যাপ’।
সিরিজে অর্জুন ছাড়াও অভিনয় করছেন শিব রায়চৌধুরী, পায়েল মুখোপাধ্যায় এবং সৃজনী মিত্র। একজন সি আই ডি-র চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়।কালিম্পংয়ে শ্যুটিং সদ্যই শেষ হয়েছে।কলকাতার কিছু অংশের শ্যুটিং বাকি রয়েছে।পরিস্হিতি ঠিকঠাক থাকলে স্ট্রিমিং শুরু হবে এপ্রিল মাসে।