কলকাতা : ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুম্বই থেকেই যোগ দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। থাকবেন টলিউডের তারকা, বাংলার মন্ত্রী এবং বিশিষ্টরা।
বেলা চারটেয় ভারচুয়াল উদ্বোধনের জন্য শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ৫০টি বিশাল LED স্ক্রিন। বিকেল ৫টায় রবীন্দ্র সদনে দেখানো হবে উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’। এবার ৪৫টি দেশের ৮১টি সিনেমা বাছা হয়েছে। তার মধ্যে বাংলা ছবির দর্শকদের জন্য কী কী রয়েছে?
বাংলা প্যানোরমা
সহবাসে – ৯ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
মানব মানবী – ১০ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
মিছিল – ১১ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
বিষ – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
দায় – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
শূন্য – ১৪ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
তিতলি – ১৫ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা
বিউটিফুল লাইফ – ১৫ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা
শতবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন
ভ্রান্তিবিলাস (ভানু বন্দ্যোপাধ্যায়) – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে। দেখা যাবে ভুবনময় ভানু তথ্যচিত্র।
সপ্তপদী (হেমন্ত মুখোপাধ্যায়) – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা
অনুরাধা (পণ্ডিত রবিশংকর)- ১৪ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে
বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন
কল্পনা (অমলা শংকর) – ১৩ জানুয়ারি নন্দন ৩ প্রেক্ষাগৃহে বেলা ৩টে
ছোটি সি বাত (বাসু চট্টোপাধ্যায়) – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে
পান সিং তোমর (ইরফান খান)- ১০ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা
স্প্রিং, সামার, ফল, উইন্টার … অ্যান্ড স্প্রিং (কিম কি দুক)- ৯ জানুয়ারি নন্দন ১ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৭টা
মুল্ক (ঋষি কাপুর)- ৯ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা
হেমন্তের পাখি (সন্তু মুখোপাধ্যায়) – ১৫ জানুয়ারি নন্দন ২ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৬টা
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে
পদক্ষেপ – ৯ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
বহমান – ১০ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
দেখা – ১১ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
গণদেবতা – ১২ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
হুইল চেয়ার– ১৩ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
আকাশ কুসুম– ১৪ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
ময়ূরাক্ষী– ১৫ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা
কোনি – ১৫ জানুয়ারি চলচ্চিত্র শতবর্ষ ভবনে সন্ধ্যা ৬টা
তাপস পালের স্মরণে
দাদার কীর্তি – ১১ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে
৮.০৮-এর বনগাঁ লোকাল – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা