প্রথম পাতা খবর আজই রাজ্যে করোনা ভ্যাকসিন, জেলায় জেলায় চলছে টিকা মহড়া

আজই রাজ্যে করোনা ভ্যাকসিন, জেলায় জেলায় চলছে টিকা মহড়া

460 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : সারা দেশের সঙ্গে এ রাজ্যেও ফের শুরু হল করোনা টিকার মহড়া। প্রতিটি জেলার ৩টি করে স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে টিকামহড়া বা ড্রাই রান চলবে। ২৫ জন স্বাস্থ্যকর্মীকে এই ‘নকল টিকা’ দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতার এনআরএস-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই মহড়া শুরু হয়েছে।

ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ‘কোভিশিল্ড’ উৎপাদনের বরাত পেয়েছে সিরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’-ও রয়েছে ভারতের কাছে। জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই ২ প্রতিষেধককেই অনুমোদন দিয়েছে কেন্দ্র।

তার আগে রাজ্য জুড়ে চলছে মহড়া। মোট ৩টি ধাপে মহড়ার কাজ সম্পূর্ণ হবে। প্রথমে নাম নথিভুক্ত করতে হবে সকলের। সেগুলি একটি সফ্‌টওয়্যারে লিপিবদ্ধ করে রাখতে হবে। তার পরই শরীরে প্রয়োগ করা হবে মারণ ভাইরাসের ‘নকল’ প্রতিষেধক। টিকাপ্রদানের পর কিছু ক্ষণের জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন অংশগ্রহণকারীরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথমবার যাঁরা কোভিডের টিকা নিচ্ছেন, টিকার দ্বিতীয় ডোজটিও নিতে হবে তাঁদের। তবে কবে, কখন, কোথায় দ্বিতীয় ডোজ দেওয়া হবে, অংশগ্রহণকারীদের তা মেসেজ করে জানানো হবে।

এর আগে পশ্চিমবঙ্গে ৩টি কেন্দ্রে টিকার মহড়া হয়েছে। এ বার প্রত্যন্ত গ্রামেও কর্মসূচি চলবে। প্রথমে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর মতো কোভিড যোদ্ধারা টিকা পাবেন। তার পর তা পৌঁছবে সাধারণ মানুষের কাছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.