ডেস্ক: করোনা আক্রান্ত আমির খান। তিনি বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন। সবরকম নিয়ম মেনে চলছেন। উনি ভালো আছেন।
আমির খানের এক প্রতিনিধি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ‘আমির খানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন। যাবতীয় নিয়ম মেনে চলছেন তিনি। তাঁর শরীর ঠিক আছে। সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। সবার শুভেচ্ছা ও উদ্বেগের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন: বিয়ে করতে চান সারা আলি খান!
এরই মধ্যে করোনার থাবা বলিউডেও। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন সতীশ কৌশিক, রণবীর কপূর, সঞ্জয় লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী। তাঁরা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানা গিয়েছে। দু’দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা কার্তিক আরিয়ান। এবার আমিরও করোনা আক্রান্ত হলেন।