নিজস্ব প্রতিবেদন : শুক্রবার মুক্তি পেলো অরুণ রায়ের ছবি হীরালাল। হীরালাল ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ,শাশ্বত চট্টোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়,শঙ্কর চক্রবর্তী,অর্ণ মুখোপাধ্যায় প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন ময়ূখ – মৈনাক।
ভারতীয় চলচ্চিত্রের জনক হীরালাল সেনের বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে হীরালালের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ।
১৮৬৬ সালে বাংলাদেশের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হীরালাল সেন। তাঁর জীবনের অন্যতম নেশা ছিল ছবি তোলা। ১৮৯৮ সালে কোলকাতার স্টার থিয়েটারে একটি চলচ্চিত্র দেখে চলচ্চিত্রের প্রতি তাঁর প্রথম আগ্রহ তৈরি হয়েছিল।
এরপরই ইংল্যান্ড থেকে ক্যামেরা এনে তাঁর ভাই মতিলাল সেন ছবি প্রযোজনার সংস্থা রয়াল বায়োস্কোপ কোম্পানি খোলেন। তথ্যচিত্র এবং থিয়েটারের অংশ চলচ্চিত্রায়িত করে এক ভিন্ন মাত্রা পায় এই সংস্থা।
কিন্তু হীরালাল ছিলেন শিল্পী, তার বাণিজ্যিক বুদ্ধির অভাবে ১৯১৩ সালেই বন্ধ হয়ে যায় এই কোম্পানি।
১৯১৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হীরালাল। মৃত্যুর কিছুদিন আগেই তার ওয়্যার হাউসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় সারা জীবনের কাজ।
হীরালালের জীবনের এমনই সব জানা-অজানা নানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।