প্রথম পাতা বিনোদন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

213 views
A+A-
Reset

কলকাতা: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

বছর তিনেক ধরে জরায়ুতে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল। শনিবার মারণরোগের সঙ্গে লড়াই শেষ হল। ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। কলকাতায় তাঁর টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন। ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবিতে কাজ করে অভিনয়ে হাতেখড়ি হয়ে শ্রীলার। তারপর ‘একদিন প্রতিদিন’, ‘অকালের সন্ধানে’, ‘খারিজ’, ‘চোখ’-এর মতো ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডি’র মতো ছবিতে। ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বর্যকে কণ্ঠ দিয়েছিলেন এই শ্রীলাই। ঐশ্বর্যর হয়ে ডাবিং করেছিলেন তিনি। শাবানা আজ়মি, নাসিরউদ্দিন শাহের সমসাময়িক এই অভিনেত্রী জিতেছেন অসংখ্য পুরস্কারও।

বাণিজ্যিক ধারার ছবিতেও শ্রীলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরির ‘পূজা’, হরনাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’ ছবিতেও শ্রীলা সমান নজর কেড়েছেন। পর্দার পাশাপাশি মঞ্চাভিনয়েও সাড়া ফেলেছিলেন শ্রীলা। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘নহবত’ নাটকে শ্রীলার অভিনয় নজর কেড়েছিল।

অভিনেত্রী শ্রীলা মুজমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (আগের টুইটার)-এ তিনি লেখেন, “ফিল্ম অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। ভারতীয় বহু ছবিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাঁর চলে যাওয়া বাংলা ছবির অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.