ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ফিফা বিশ্বকাপের পর এ বার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে থাকবেন অভিনেত্রী।
অস্কার প্রাপকদের হাতে কারা পুরস্কার তুলে দেবেন, সেই তালিকা দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তরফে গতকাল রাতে ট্য়ুইট করে জানানো হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে গোটা বিশ্বের তাবড় তারকাদের মধ্যে স্থান পেয়েছেন দীপিকাও।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নামের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার। আকাডেমির তরফে জানানো হয়েছে অস্কার ২০২৩ -এর মঞ্চে এবার উপস্থাপক হিসেবে থাকবেন এমিলি ব্লান্ট, মাইকেল বি জর্ডান, দীপিকা পাড়ুকোন, প্রমুখ।

অভিনেত্রী নিজেও এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই অস্কার উপস্থাপকদের নামের একটি তালিকার শেয়ার করেছেন অভিনেত্রী।